শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১৯ : ৪৮Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: আনকোরা শিল্পীদের শিল্পসত্ত্বার পরিস্ফুরণের লক্ষ্য নিয়ে এগিয়ে এল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত চারুকলা পর্ষদ। শেষ হল পাঁচ দিনের আবাসিক কর্মশালা। হুগলি জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় চন্দননগর জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
ছবি আঁকা, মূর্তি গড়ার ক্ষেত্রে আনকোরা শিল্পীদের ভুলত্রুটি শুধরে পূর্ণতা এনে দেওয়া হয় এখানে। প্রত্যেকেই ছবি আঁকতে, মূর্তি গড়তে পারতেন। কিন্তু সেই মূর্তি তৈরির ক্ষেত্রে ভুলত্রুটি শুধরে দেওয়ার লোক ছিল না। নিজেদের শিল্পী হওয়ার স্বপ্নগুলো এতদিন নিজেদের মধ্যে রেখেই চলছিলেন আগামীর চিত্রকররা। আঁকছিলেন ভালই, কিন্তু ভুলত্রুটি থেকেই যাচ্ছিল। সেই ভুলগুলো ধরিয়ে দিলেই শিল্পীর বড় শিল্পী হওয়ার রাস্তা মসৃণ করে দেওয়া হল।
আয়োজিত চারুকলা শিবিরে যোগ দিয়ে ছিলেন আসানশোল, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এবং হুগলির প্রায় ৫০ জন শিক্ষার্থী। আবাসিক হিসেবে শিবিরে চূড়ান্তভাবে মনোনীত হন ২৩ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের রাখা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অতিথি নিবাস 'আলো'তে। চলতি মাসের ১১ থেকে ১৫ পাঁচদিনের এই কর্মশালার দায়িত্বে ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হারিট বসু। এছাড়াও প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন বিশিষ্ট চিত্রকর অভিজিৎ মিত্র, সোমনাথ চক্রবর্তী, সজল কান্তি মিত্রের মত বিশিষ্ট চিত্রশিল্পীরা।
শিল্পীদের জল রং, এক্রোলিকের উপর কাজ শেখানো হয়। ঘরের ভিতর কর্মশালায় ভাবানায় ছবি আঁকা শেখেনো হয়। একইসঙ্গে চন্দননগর গঙ্গার তীরবর্তী স্ট্যান্ডের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের হাতেকলমে বাস্তব ছবি আঁকার তালিমও দেয় হয়। পাশাপাশি মাটি দিয়েও বিভিন্ন ভাস্কর্য শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয় শিবিরে। প্রত্যেক পদক্ষেপে ভুলত্রুটি শুধরে দিয়ে নিখুঁত শিল্পকলার শিক্ষা দেন প্রশিক্ষকরা।
এই প্রসঙ্গে বিখ্যাত চিত্রশিল্পী হারিট বসু বলেছেন, আগামী দিনে হয়তো এখান থেকেই কোনও বড় শিল্পী উঠে আসবেন। শিবির শেষে অনেককেই বলতে শোনা গেল, এমন শিবিরে যুক্ত হতে পেরে অতীতের নিজেদের ভুলত্রুটি শুধরতে না পারার আক্ষেপ অনেকটাই মিটল।নিজেদের ভুলত্রুটি শুধরে আগামী দিনে নিজেদের শিল্পসত্ত্বা ধরে রাখার ব্রত নিলেন আগামীর চিত্রশিল্পীরা।
ছবি পার্থ রাহা।
নানান খবর
নানান খবর

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

সারারাত ক্যাম্পাসে দাপিয়ে বেড়াল হাতি, আতঙ্কে ঘুম উড়ল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যলয়ের পড়ুয়াদের

হাসপাতালে গুলি চালানোর অভিযোগ উঠল রোগীর আত্মীয়দের বিরুদ্ধে, কেন?

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?